চলছিল একের পর এক ডাকাতির ঘটনা। কোনোমতেই ঠেকানো যাচ্ছিল না ডাকাতি! শেষমেশ ডাকাতি ঠেকাতে প্রযুক্তির ব্যবহার করতে চলেছেন দিল্লির চাঁদনি চকের ব্যবসায়ীরা। এবার থেকে টাকা ও গয়নার ব্যাগগুলিতে লাগানো থাকবে জিপিএস। ফলে ডাকাতির ঘটনা ঘটলেও তার দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে ও দুষ্কৃতীরা ধরাও পড়বে।

প্রগতি ময়দান এলাকায় রাস্তায় পর পর ডাকাতির ঘটনার পর থেকেই আতঙ্কে দিল্লির ব্যবসায়ীরা। প্রসঙ্গত, দিল্লির সরাফা বাজার এলাকায় প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকার লেনদন হয়। ব্যবসার খাতিরে অনেকেই টাকাভর্তি ব্যাগ নিয়ে ঘোরেন। আর সেই সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায়। গত কয়েক দিনে পর পর লুটপাটের ঘটনা ঘটায় ব্যবসায়ীরা আর ঝুঁকি নিতে চাইছেন না। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে তাঁরা এ বার থেকে ব্যাগে জিপিএস লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। নয়া প্রযুক্তি ব্যবহার করে ডাকাতির ঘটনা অনেকটাই কমবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।









































































































































