হলুদ ট্যাক্সিতে পিঠব্যাগে করে পাচার করা হচ্ছিল লক্ষাধিক টাকা গাঁজা। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে মাদক-সহ এক মহিলা এবং যুবককে আটক করল পুলিশ।শনিবার ভোরে ঘটনাটি ঘটে হুগলির ব্যান্ডেলে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন:টিজারেই ঝড় তুললেন শাশ্বত, ‘আবার প্রলয়’ এর ঝলকেই টুকলির ট্রোলিং!
পুলিশ সূত্রের খবর, শনিবার ভোরে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে নাকা চেকিং চলছিল ব্যান্ডেলের কেওটা চেকপোস্ট এলাকায়।সেখানে একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহের বশে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গাড়িটি কলকাতার দিক থেকে হুগলির মগরার দিকে যাচ্ছিল। তল্লাশিতে ট্যাক্সি থেকে উদ্ধার হয় ১০ কিলোগ্রাম গাঁজা। ওই গাড়িতে চালক ছাড়াও ছিলেন এক মহিলা এবং এক যুবক। তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম কল্পনা হালদার, সাগর তামাং এবং গাড়িচালক পুরুষোত্তম ঝা।শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ হাওড়া স্টেশন থেকে তাঁর গাড়িটি ভাড়া করা হয়েছিল। পুরুষোত্তম জানিয়েছেন, প্রথমে ওই দুই যাত্রী তাঁকে বলেছিলেন শিয়ালদহ যাবেন। পরে তাঁরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দিতে বলেন বলে দাবি ট্যাক্সিচালকের। এর পর, তিনি ব্যান্ডেলে পৌঁছলে তাঁকে যাত্রীরা আরও কিছুটা এগিয়ে দিতে নির্দেশ দেন বলেও দাবি পুরুষোত্তমের। ঘটনাস্থলে পৌঁছে ট্যাক্সিচালক এবং দুই যাত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন চুঁচুড়া থানা এবং চন্দননগর পুলিশের আধিকারিকেরা।
ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি বাক্স উদ্ধার করে পুলিশ। প্রায় দশ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারদর আনুমানিক কয়েক লক্ষ টাকা। ওই গাড়িতে থাকা এক মহিলা ও গাঁজা সমেত সাগর তামাং নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্র্যাঞ্চ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.