পঞ্চায়েত ভোটের আগে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে সি ভি আনন্দ বোসের বই বিতর্কে ফের সরব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সি ভি আনন্দ বোস। রাজভবন থেকে রাজ্যপালের একটি বই প্রকাশকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। যেখানে আনন্দ বোস বেআইনি কাজ করছেন বলে অভিযোগ করেন কুণাল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগেই সরব হয়েছিলেন কুণাল, সরাসরি রাজভবনে গিয়ে অভিযোগ পত্র জমা দিয়ে তদন্তের দাবি তুলছিলেন। এবার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি ভবনের দৃষ্টি আকর্ষণ করলেন কুণাল ঘোষ।
সম্প্রতি, রাজ্যপালের বিশেষ সচিব দেবাশিস ঘোষের সঙ্গে দেখা করে অভিযোগ পত্র জমা দেন কুণাল। তাঁর চিঠি গ্রহণ করে রাজভবন সচিবালয়। কুণালের প্রশ্ন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের লেখা ব্যক্তিগত বই ‘রাজভবন পাবলিকেশন’ হয় কী করে? কার টাকায় ছাপা? কেন অশোক স্তম্ভের ব্যবহার? এখানে দাম লেখা নেই, কিন্তু আমাজনে এর আগের এডিশন ২৩০০ টাকায় বিক্রি, এইভাবে প্রচারের সুযোগ নেওয়া কেন? কেন পদের অপব্যবহারের অভিযোগ উঠবে না? তদন্ত প্রয়োজন।
কিন্তু বিষয়টি নিয়ে রাজভবনের কোনও উচ্চবাচ্য না দেখে ফের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কুণাল ঘোষ। এবার
তিনি রাষ্ট্রপতি ভবনের দৃষ্টি আকর্ষণ করলেন। টুইটে রাষ্ট্রপতি ভবনের প্রতি তাঁর আবেদন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল ব্যক্তিগত স্বার্থে রাজভবনের অপব্যবহার করছেন। তিনি তাঁর বইয়ের প্রচ্ছদে অশোক স্তম্ভ ব্যবহার করে রাজভবন পাবলিকেশন নামে তাঁর ব্যক্তিগত বইটির নতুন সংস্করণ প্রকাশ করেছেন। তদন্ত প্রয়োজন। অনুগ্রহ করে রাজভবনকে এই অনিয়ম সংশোধন করার জন্য নির্দেশ দিক রাষ্ট্রপতি ভবন।”
Governor of West Bengal is misusing Guv House for personal interest.
He has published new edition of his personal book in the name of 'Rajbhaban Publication', using Ashok Stambh on the cover.
Investigation needed.
Kindly direct Guv to correct irregularities.— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2023
এর আগে কুণাল ঘোষ অভিযোগ করে বলেছিলেন, “সি ভি আনন্দ বোস একটি বই লিখেছেন। নাম SILENCE SOUNDS GOOD. তিনি বই লিখতেই পারেন। রাজ্যপালকে আমরা সম্মান করি। তিনি তাঁর জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে ১০০টি বই লিখতে পারেন। কিন্তু ব্যক্তিগত স্বার্থে রাজভবন পাবলিকেশন বলে ছাপানো বই সম্পূর্ণ বেআইনি। এই বইটিতে অনৈতিক ভাবে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে। নিচের দিকে বইটির লেখক হিসেবে সিভি আনন্দ বোসের নাম। তার ঠিক নিচেই লেখা কলকাতা রাজভবন থেকে প্রকাশিত।”
কুণালের আরও অভিযোগ, “রাজ্যপাল ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে ক্ষমতা, চেয়ার, অশোক স্তম্ভ, সরকারি ফান্ডের অপব্যবহার করেছেন। তদন্তের দাবি করছি। রাজভবনের প্রেস থেকে সরকারি নথি ছাড়া কিছু ছাপানো যায় না। কিন্তু তাঁর এই বই বাইরে বেরিয়েছে। কেরলে গেছে। আরও মারাত্মক অভিযোগ, এই বইটির কোনও দাম লেখা নেই। অথচ এই বইয়ের আগের সংস্করণটি যখন আমাজনে বিক্রি হচ্ছে তখন ২৩০০টাকা নেওয়া হচ্ছে। রাজভবন থেকে যাওয়া বইটিও আমাজনে বিক্রি হতে পারে? ফলে রাজভবনের ফান্ড রাজ্যপালের ব্যক্তিগত স্বার্থে বাণিজ্যিক ভাবে ব্যবহারের আশঙ্কা থেকে যাচ্ছে। অশোক স্তম্ভ, রাজভবন পাবলিকেশন সরিয়ে বইটি সংশোধন করতে হবে। যে বইটি বাজারে বাণিজ্যিক ভাবে বিক্রি হচ্ছে তার কপি রাজভবন থেকে ছাপানো যায় না, এটা অনৈতিক আচরণ করছেন সিভি আনন্দ বোস।”
আরও পড়ুন:যেখানেই সামান্য অস্তিত্ব, সেখানেই বেলাগাম সন্ত্রাস! ভগবানপুরে বিজেপির গুণ্ডাগিরি