“রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উসকানি দিচ্ছেন”, আনন্দ বোসকে তো.প কুণালের

0
1

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আবহে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে ফের সি ভি আনন্দ (CV Anand Bose) বোসকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল, এমন অভিযোগ আগেও এনেছেন কুণাল। এবার তাঁর অভিযোগ, রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উসকানি দিচ্ছেন”। বিমান বোস (Biman Bose) বামফ্রন্টের আর রাজ্যপাল রামফ্রন্টের চেয়ারম্যান।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপালের কোচবিহারে যাওয়া নিয়ে নতুন করে সংঘাত। ভোটের আগে গোটা আইন-শৃঙ্খলার বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত। যেখানে যা দেখার কমিশন দেখবে। কিন্তু রাজ্যপাল এদিক ওদিক গিয়ে বিরোধীদের মতো আচরণ করছেন বলে দাবি কুণালের। নিজের বই বিতর্ক থেকে দৃষ্টি সরাতেই এমন করছেন রাজ্যপাল।

এদিকে কোচবিহারে বৃষ্টির মধ্যেই আজ, শনিবার সাতসকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহ বাকি। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপালের এই সফরকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

সি ভি আনন্দ বোসকে তোপ দেগে কুণালের টুইট, “রাজ্যপাল বিজেপি নেতার মতো আচরণ করছেন ৷” কুণালের আরও অভিযোগ, “তৃণমূল কংগ্রেসের যাঁরা খুন হয়েছেন, রাজ্যপাল তাঁদের বাড়ি যাচ্ছেন না ৷ তিনি রাজ্যপালের এই সফরকে “বিরোধীদের প্রচারে রাখতে নাটক করছেন ৷ রাজধর্ম পালন না করে দলদাসের কর্তব্য করছেন। আসলে রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উস্কানি দিচ্ছেন ৷ রাজভবনে তাঁর বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা।”