ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মহারাষ্ট্র এক্সপ্রেসওয়েতে মাঝ রাস্তাতেই আগুন।বাসের মধ্যেই ঝলসে মৃত্যু হল ২৫ জনের। অগ্নিদগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির মধ্যে ৩৩ জন যাত্রী ছিল বলে খবর।

আরও পড়ুনঃনয়া ব্যবস্থা লালবাজারের, পুলিশ কর্মীদের ওপর নজরদারি বাড়াতে আসছে রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২ টো নাগাদ। পুলিশ সূত্রে খবর, বাসটি ইয়াভাতমাল থেকে পুনের দিকে যাচ্ছিল। সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় বুলধানার কাছে আচমকাই বাসটিতে আগুন লেগে যায়। পুলিশের দাবি, টায়ার বিস্ফোরণ হয়েই আগুন লেগে যায় বাসে।
বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানিয়েছেন, ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
















































































































































