আদালত চত্বরে মুখোমুখি বৈশাখী-শোভন-রত্না, চলল ‘কলতলার ঝগড়া’

0
3

বিচ্ছেদ মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে ঝগড়ায় জড়ালেন শোভন চট্টোপাধ্যায়(Shovon Chaterjee) ও রত্না চট্টোপাধ্যায়(Ratna chaterjee)। আর দুজনের এই ঝগড়া দাঁড়িয়ে দেখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baisakhi Banerjee)। আদালতের বাইরে রীতিমতো চিৎকার করে ঝগড়ায় জড়ালেন রত্না ও শোভন। প্রায় মিনিট ১০ ঝগড়া চলার পর শেষে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বেহালা পূর্বের বিধায়ক তথা কলকাতার পুরনিগমের কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আলিপুর আদালতে শনিবার এই মামলার শুনানিতে হাজির হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে বৈশাখীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন শোভনও। শুনানির মাঝে চা বিরতিতে কোর্ট চত্বরে শুরু হয় অপ্রীতিকর পরিস্থিতি। রত্না, শোভন, বৈশাখী তিনজনই তখন বাইরে। আচমকাই তুমুল বিতণ্ডা সেখানে। অভিযোগ, ওদিকে রত্না চিৎকার করে চলেছেন। এদিকে ছাড়ার পাত্র নন শোভনও। ব্যক্তিগত কুৎসাকে সামনে রেখেই কোর্ট চত্বরে দু’জনের ঝামেলা লাগে দুজনের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

অবশ্য দুজনের ঝগড়া এই প্রথমবার নয়, এর আগেও দু’জনই দু’জনের চারিত্রিক শিথিলতার অভিযোগ তুলছেন, এ ছবিও দেখা গিয়েছে। সম্পত্তি থেকে সম্পর্ক, নানা সময় এ নিয়ে নানা কথা বলেছেন তাঁরা। এর আগে শুনানির সময়ও আদালতে রত্নার লোকজন ঢুকে শোভনদের হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। তবে এদিন আদালত চত্বরে এই ঝগড়া নিয়ে শোভন বা বৈশাখী কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বৈশাখী জানিয়েছেন, চায়ের বিরতি চলাকালীন রত্না শোভনকে দেখে অনেকক্ষণ ধরেই খারাপ মন্তব্য করছিলেন। এরপরই পাল্টা জবাব দেন শোভন।