টিম টিম করে জ্বলতে থাকা বিধানসভায় রাজ্যের একমাত্র বিরোধী দল। যাদের কোনও গঠনমূলক চিন্তা-ভাবনা নেই, বরং সকাল-সন্ধ্যা টিভি চ্যানেলে বসে সরকারের মুণ্ডপাত করাই তাদের একমাত্র এজেন্ডা। পাশাপাশি কুৎসা, অপপ্রচার, মিথ্যাচারে মেতে থাকে বিজেপি। আবার রাজ্যের সামান্য যে অংশে কিছুটা অস্তিত্ব ও প্রভাব রয়েছে, সেখানে লাগামহীন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতেও ছাড়ছে না বিজেপি।
আরও পড়ুন:পঞ্চায়েতে কোনও বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, জওয়ানরা রুট মার্চ-সীমান্ত পাহারায়
পঞ্চায়েতের আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ ব্লকের মহম্মদপুর গ্রামে বিজেপির লাগামহীন সন্ত্রাসে তৃণমূল ও সিপিএম প্রার্থীরা ঘরছাড়া। অভিযোগ, এই এলাকায় বিজেপির বাধা উপেক্ষা করে প্রার্থী হওয়ায় তৃণমূল ও সিপিএম প্রার্থীর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।
মহম্মদপুর মধ্যপাড়ার পাঁচবারের জয়ী ৭৭বছরের সিপিএম প্রার্থী চিত্ত সাউ লাগাতার হুমকির জেরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বাড়িতে তালা ঝুলছে। ওই বুথের তৃণমূল প্রার্থী রবীন মান্নার বাড়িতেও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। রবীন মান্না ও তাঁর স্ত্রী সোমারানি মান্না ঘরছাড়া। শুধু তাই নয়, মহম্মদপুর মধ্যপাড়া বুথে একটিও তৃণমূল কিংবা সিপিএমের পতাকা নেই। বিজেপির সন্ত্রাসে তাঁরা ওই বুথে ভোট প্রচারও করতে পারছেন না।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.