অভিন্ন দেওয়ান বিধি আইন (Uniform Civil Code) কার্যকর করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। সূত্রের খবর এই বাদল অধিবেশনেই সংসদে অভিন্ন দেওয়ানি বিধি আইন (Uniform Civil Code) পেশ হতে চলেছে। আইন মন্ত্রক ইতিমধ্যেই খসড়া তৈরির কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে আগামী সোমবার, ৩ জুলাই, বিষয়টি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিল গণঅভিযোগ, আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
চলতি সপ্তাহে বিজেপির কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে কথা বলায়, প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি বিষয়টাকে আর ফেলে রাখতে রাজি নয় মোদি সরকার? নাকি নিজেদের গাফিলতি এবং দুর্নীতি থেকে জনগণের চোখ ঘুরিয়ে লোকসভা ভোটের বৈতরণী পার করতেই হঠাৎ অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী? উল্লেখ্য আইন কমিশন কিছুদিন আগেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে চেয়েছিল। এবার সেই তথ্য খতিয়ে দেখবে সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। সংসদের বাদল অধিবেশন শুরু হবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে। সেই অধিবেশনেই নতুন আইন আনতে চলেছে মোদি সরকার। দেশে এই মুহূর্তে বিয়ে, ডিভোর্স, এমনকি দত্তক নেওয়ার মতো ব্যক্তিগত বিষয়গুলির জন্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করার মধ্যে দিয়ে এক দেশ এক আইনের প্রণয়ন ঘটাতে চাইছে। কিন্তু এই কার্যক্রমের নেপথ্যে বিজেপির অন্য অভিসন্ধি লুকিয়ে রয়েছে বলে দাবি বিরোধীদের।মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো সমস্যাগুলি থেকে মনোযোগ সরাতে নির্বাচনের আগে ধর্মীয় উসকানি দিতে চাইছে বিজেপি এমন অভিযোগও উঠে আসছে।