নিয়োগ মাম.লায় সায়নীকে জিজ্ঞাসাবাদে প্রস্তুত ইডি

0
2

আজ সকাল ১১ টায় ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা অভিনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh)। নিয়োগ মামলায় জেল হেফাজতে থাকা কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগের সূত্রেই তাঁকে ইডি (ED) তলব করে। জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই একটি ৪ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে। যদিও সায়নী (Sayani Ghosh) আজ ইডি দফতরে যাচ্ছেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ইডি সূত্রে দাবি, ধৃত ও বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সম্পত্তি সংক্রান্ত নথি থেকেই প্রথমে উঠে আসে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীর নাম। তাই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একজন মহিলা আধিকারিকসহ তিন ইডি কর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সায়নীকে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি, আইটি রিটার্নের কপি এবং সম্পত্তির হিসেব আনতে বলা হয়েছে। যদিও ইডির নোটিশ পাঠানোর পর থেকে নিখোঁজ যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। তাই আজ সায়নী হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার।