আজ বারাবনিতে অভিষেকের রোড শো! 

0
2

সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election), জোরকদমে প্রচার সারছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২৭ জুন নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে নিজের পঞ্চায়েত ভোটের প্রচার সফর শুরু করেন অভিষেক (Abhishek Banerjee)। পরের সভা করেন মুর্শিদাবাদের ডোমকলে। আজ অভিষেকের কর্মসূচি বীরভূম এবং পশ্চিম বর্ধমানে।

‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabojowar) জনসংযোগ যাত্রা পড়তে গিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সব জেলাতেই গেছিলেন অভিষেক। পঞ্চায়েত ভোটের কারণে আবারও বেশ কিছু জেলায় রোড শো এবং সভা করবেন তিনি। তৃণমূল (TMC) সূত্রে খবর আজ ৩০ জুন অভিষেকের সভা বীরভূম জেলায়। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বারাবনিতে রোড-শো করার কথা আছে তাঁর। পাশাপাশি বারাবনি বিধানসভায় আরও একটি সভা করবেন তিনি। পশ্চিম বর্ধমানের পর দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জনসভা ও রোড-শো করার সুচি নির্ধারিত রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শোয়ে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়, সেই দিকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।