সৌদি আরবের জেড্ডা শহরে মার্কিন দূতাবাসে হামলা চালাল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ। এই হামলায় মৃত্যু হয়েছে ২ জনের। বন্দুকবাজের পরিচয় জানার চেষ্টা চলছে। জেড্ডার এই মার্কিন দূতাবাসে এর আগেও আক্রমণ চালিয়েছে দুষ্কৃতীরা। হয়েছে আত্মঘাতী হামলা। সৌদি পুলিশ সূত্রে খবর, বুধবার মার্কিন দূতাবাসের নিরাপত্তা বলয় ভেঙে আচমকাই একটি কালো গাড়ি দূতাবাসের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে নিরাপত্তারক্ষীদের দিকে এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু করে। পাল্টা নিরাপত্তারক্ষীরাও গুলি চালাতে থাকেন। দুপক্ষের গুলি বর্ষণে ঘটনাস্থলেই মারা যায় ওই বন্দুকবাজ। একই সঙ্গে গুলিবিদ্ধ হন দূতাবাসের এক নিরাপত্তারক্ষী। তাঁর হাতে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই নিরাপত্তারক্ষী নেপালি বলে জানা গিয়েছে। সৌদির একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার হয়ে জেড্ডার মার্কিন দূতাবাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।
২০০৪-সালে প্রথমবার হামলা হয় এই দূতাবাসে, মৃত্যু হয় ৯জন দূতাবাসকর্মীর। এরপর ২০১৬ সালে দূতাবাসের সামনে একটি আত্মঘাতী বিস্ফোরণে মারা যায় ৩জন। ২০০৪ সালের ঘটনায় আল কায়দার হাত ছিল বলে মনে করেন অনেকে। বুধবার এই ঘটনার পরই আমেরিকার বিদেশ দফতর একটি বিবৃতি দিয়ে জানায়, এই ঘটনায় সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। তদন্তের করা হতে পারে। যদিও এই ঘটনায় কোনও মার্কিন নাগরিকের মৃত্যু হয়নি বলেই সূত্রের খবর।