এবছর তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে হবে পঞ্চায়েতের বিজয় উৎসব

0
1

প্রতিবছরের মত এবারেও ধর্মতলার (Dharmatala) পালিত হবে তৃণমূলের (TMC) একুশে জুলাই (21st July) কর্মসূচি। শহিদ তর্পণ-এ ১৯৯৩ সাল থেকে এই দিনটি পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর আরও বেশি আবেগে পালিত হয় দিনটি।

এবার ২১ জুলাই শহিদ তর্পনের পাশাপাশি ”বিজয় উৎসব” হিসেবে দিনটি পালিত করতে চায় তৃণমূল। আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। ১১ জুলাই ফলাফল। এবারও পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসক দল অভূতপূর্ব ফলাফল করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এবং পঞ্চায়েত ভোটের বিজয় উৎসব পালিত হবে একুশের শহিদ তর্পণ মঞ্চে। তৃণমূলের তরফে ইতিমধ্যেই ধর্মতলায় সমাবেশের পোস্টার প্রকাশ করা হয়েছে।

তৃণমূল শিবিরি দাবি, এবার একুশে জুলাই জমায়েতের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। ২১ জুলাইয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরে। নির্দেশ পৌঁছে গিয়েছে জেলায় জেলায়।