ওড়িশায় উল্টোরথে বি.দ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ.ত্যু ৩ জনের,আ.হত বেশ কয়েকজন

0
2

ত্রিপুরার ঘটনার পাশাপাশি পুরীতেও রথযাত্রার উৎসবে বিষাদের সুর। রথের চূড়া বৈদ্যুতিক তার স্পর্শ করতেই জগন্নাথের রথে দাঁড়িয়ে দাঁড়িয়েই তড়িদাহত হয়ে মৃত্যু হল তিন জনের। বুধবার উল্টোরথের দিন ওড়িশায় দু’টি পৃথক ঘটনায় রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এমনকি রথের রশি টানতে গিয়ে দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরও পড়ুন:মিটল বিবাদ, ভোটমুখি ছত্তিশগড়ে উপমুখ্যমন্ত্রী হলেন ‘বাঘেল বিরোধী’ সিংদেও

বুধবার উল্টোরথের দিন দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে ওড়িশার কেওনঝাড় এবং কোরাপুট জেলায় । কেওনঝাড়ে জগন্নাথের রথের চূড়া রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে রথের মধ্যে দাঁড়িয়ে থাকা দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন বারিক গিরি(৪৫) এবং বরুণ গিরি(৫০)। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

এছাড়াও কোরাপুটেও একই ঘটনা ঘটেছে। রথে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে বিশ্বনাথ নায়েক নামে ২২ বছরের এক যুবক।
অন্যদিকে, পুরীতে উল্টোরথ উপলক্ষে জগন্নাথের রথ টানার সময় রথের দড়ি ছিঁড়ে যায়। ছ’জন এই ঘটনায় আহত হয়েছেন। তাঁরা রথ টানছিলেন। দড়ি আচমকা ছিঁড়ে গেলে সকলে ছিটকে পড়েন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।