?সেনসেক্স ৬৩,৯১৫.৪২ (⬆️ ০.৭৯%)
?নিফটি ১৮,৯৭২.১০ (⬆️ ০.৮২%)
অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার(share market)। গত কয়েক মাস লাগাতার নিম্নমুখী হওয়ার পর রেকর্ড ভাঙছে বাজার। বুধবার এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে নয়া রেকর্ড গড়ল সেনসেক্স ও নিফটি। এদিন ১৯ হাজার পার করল নিফটি। পাশাপাশি ৬৪ হাজারের গণ্ডি ভাঙলো সেনসেক্স। দিনের শেষে অবশ্য কিছুটা নিচে নেমে আসে বাজার।

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। দুপুর ১টা ৩২ নাগাদ ইতিহাসে প্রথম বার ৬৪ হাজারের মাইলফলক স্পর্শ করে সেনসেক্স। শেয়ার বাজারে এ দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৪,০৩৭.১০ পয়েন্ট, সর্বনিম্ন ৬৩,৫৫৪.৮২ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স থামল ৬৩,৯১৫.৪২ পয়েন্টে। পাল্লা দিয়ে নজির গড়ল নিফটিও, ১৯০০০ পয়েন্টের মাইলফলক ছুঁল নিফটিও। নিফটিতে বুধবারের সর্বোচ্চ সূচক ১৯০১১.২৫। দিনের শেষে কিছুটা নেমে থামল ১৮৯৭২.১০ পয়েন্টে।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৯৯.৩৯ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩,৯১৫.৪২। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১৫৪.৭০ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,৯৭২.১০।
আরও পড়ুন- আর্থিক ত.ছরুপের অভিযোগ! বে.আইনি সম্পত্তি মামলায় গ্ৰে.ফতার কেন্দ্রীয় আমলা






































































































































