পারিবারিক মেলোড্রামা থেকে শিফন শাড়ি, বরফে ঢাকা সাদা পাহাড়ের মাঝে বলিউডি রোমান্স – সবকিছু থাকা সত্ত্বেও শুরুতেই তাল কাটলো সদ্য মুক্তি পাওয়া আলিয়া ও রণবীর (Alia Bhatt and Ranveer Singh) অভিনীত ছবির প্রথম গান ‘তুম কেয়া মিলে’তে। আদ্যোপান্ত বলিউড (Bollywood) ঘরানায় প্রত্যাবর্তন করতে গিয়ে করণের (Karan Johar) এই ছবির প্রথম গানে গুরুত্বহীন বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)? সোশ্যাল মিডিয়ার সরব শ্রেয়ার ফ্যানেরা।
অমিতাভ ভট্টাচার্যের কথায় প্রীতমের (Pritam)সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল (Arijit Singh and Shreya Ghoshal) । অথচ চর্চায় শুধু মাত্র অরিজিৎ কেন, সমাজ মাধ্যমের পাতায় ক্ষোভ প্রকাশ শ্রেয়া ঘোষালের ফ্যানেদের। গায়িকা নিজেও ভাবতে পারিনি তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটবে। তাই বোধহয় আবেগের বহিঃপ্রকাশ হয়ে গেছিল। প্রমাণ মিলে ছিল সেই সোশ্যাল মিডিয়া পেজেই। সমাজমাধ্যমের পাতায় শ্রেয়াকে ট্যাগ করে এক অনুরাগী লেখেন, ‘‘ভীষণ খারাপ লাগছে এটা দেখে যে, এই গানের সব থেকে সুন্দর অংশ গাওয়ার পরেও শ্রেয়া ঘোষালকে নিয়ে কোনও কথা হচ্ছে না।’’ এই টুইটকে রিটুইট করেন শ্রেয়া ঘোষাল। তখনই আঁচ মিলে ছিল। যদিও পরে তা ডিলিট করে দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। এবং অন্য একটি পোস্ট করে শ্রেয়া লেখেন,‘‘অনেক দিন পরে এমন একটা গান হয়েছে যেটা করণ জোহরের বলিউড ঘরানার পরিচায়ক। আমি এত দিন ধরে এমন একটা গানকেই মিস্ করেছি।’’ বোঝাই গেল বিতর্কে নিজেকে যুক্ত করতে চাইছেন না গায়িকা। তবে তিনিও যে আহত সেটা বেশ পরিষ্কার টিনসেল টাউনের কাছে।
After so long a song that defines the perfect comeback of the great rich musical romantic #KaranJohar style Bollywood that we missed so badly! #TumKyaMile is pure love ? Song out now.. #RockyAurRaniKiiPremKahaani https://t.co/hlkhEWAxG6
— Shreya Ghoshal (@shreyaghoshal) June 28, 2023