পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারের পর এবার উত্তপ্ত মালদার ইংরেজবাজার। বুধবার রাতে ইংরেজবাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের বাড়িতে ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়।গতকাল রাত থেকেই দফায় দফায় চলছে সংঘর্ষ।ত্ণমূল কর্মী সমর্থকদের অভিযোগ নির্দল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:রথে লোহার চূড়াই ডেকে আনল বিপদ! ত্রিপুরার দুর্ঘটনায় কাঠগড়ায় ইসকন কর্তৃপক্ষ


এদিন মাঝরাতে হঠাৎ বোমাবাজি শুরু হয় গোটা নঘরিয়া এলাকায় বলে বাসিন্দারা জানিয়েছেন। তৃণমূলের কর্মীদের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। নিমেষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। রাতভর চলে ব্যাপক বোমাবাজি। পুড়িয়ে দেওয়া হয় তিনটি বাড়ি ও একটি দোকান। আরও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। অবাধে লুটপাটও চলেছে বলে অভিযোগ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চলছে।
ওই অঞ্চলের তৃণমূল নেতা জাহেদুল শেখের অভিযোগ, নির্দলরাই হামলা চালিয়েছে। যদিও নির্দলদের প্রতিক্রিয়া জানা যায়নি। বুধবার রাতের এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদহের ইংলিশবাজার ব্লকের নঘরিয়া গ্রামে।
রাজ্যে পঞ্চায়েত ভোট আসতেই জেলায় জেলায় তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনার ছবি উঠে এসেছে। খুনও হয়েছেন অনেকে। জেলায় জেলায় একাধিক রাজনৈতিক খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। দিকে দিকে অশান্তির ছায়া ধরা পড়েছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে কড়া যায়, সেই নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তৎপর রাজ্যপালও। তাতেও অশান্তির আগুন থামতেই চাইছে না।















































































































































