ফের ইতিহাস মুছে ফেলার চেষ্টা মোদি সরকারের, এবার ঔরঙ্গজেব লেনের নামও বদলাচ্ছে!

0
3

ফের ইতিহাস মুছে ফেলার চেষ্টা মোদি জমানায়। এবার মোগল ইতিহাস মুছে ফেলার চেষ্টার অভিযোগ। দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম পাল্টে ডঃ এ পি জে আব্দুল কালাম রোড করা হয়েছিল ২০১৫ সালের অগস্টে। সে সময় আপত্তিও উঠেছিল। তবু লাটিয়েন্স দিল্লিতে সেই আব্দুল কালাম রোড এবং পৃথ্বীরাজ রোডের সংযোগকারী রাস্তাটির নাম এত দিন ঔরঙ্গজেব লেন ছিল। এ বার তার নামও নিঃশব্দে পাল্টে ডঃ এ পি জে আব্দুল কালাম লেন করা হল।

মোদি সরকারের এই তুঘলকি সিদ্ধান্তে ক্ষুব্ধ ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার সভাপতি এস কিউ আর ইলিয়াস। তিনি বলছেন, ওঁদের কাছে ঐতিহাসিক চরিত্র বা মোগল সম্রাটদের নামের লম্বা তালিকা আছে, যে নামগুলো ওঁরা মুছে ফেলতে চান। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ইতিহাসবিদদের একাংশও অসন্তুষ্ট।

বুধবার নয়াদিল্লি পুর পরিষদের বৈঠকে এই নাম বদল সংক্রান্ত প্রস্তাবটিতে সিলমোহর দেওয়া হয়েছে। সংস্থার ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় এ কথা জানিয়েছেন।