ফের ধস (Landslide) চামোলিতে। বদ্রীনাথে (Badrinath) তীর্থযাত্রায় বেরিয়ে বিপাকে পর্যটকরা। তুমুল বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের চামোলিতে (Chamoli, Uttarakhand) জাতীয় সড়কে ধস নেমেছে বলে জানা যাচ্ছে। দিন তিনের আগেও হিমাচলে একই পরিস্থিতি তৈরি হয়। এবার চামোলি জেলার ছিনকায় সাত নম্বর জাতীয় সড়কের একাংশ ধসে গেছে। তাই বদ্রীনাথ (Badrinath) যাওয়ার রাস্তা আপাতত বন্ধ, সমস্যায় পড়লেন পর্যটকরা (Tourists stuck due to landslide)।


হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে দেশের ৮০ শতাংশ এলাকায় পৌঁছে গিয়েছে বর্ষা। বেশ কিছু জায়গায় মৌসম ভবন (IMD) কমলা সতর্কতাও জারি করেছে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত কয়েক দিনে বৃষ্টি, ধসের কারণে হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত ৩৪ জন। তিন জনের কোনও খোঁজ মেলেনি। এর মাঝেই ফের ধস নামল। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।





 
 
 
 



































































































































