পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের অভিনব পরিকল্পনা! কী জানালেন কুণাল?

0
1

এবার পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হবে। বিষয়টিকে স্বাগত জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।ক্ষেপে ক্ষেপে রাজ্যে বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র (Central Government)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে কয়েক কোম্পানি বাহিনী। শুরু হয়েছে রুটমার্চ।

তবে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে অভিনব পরিকল্পনা ঘাসফুল শিবিরের। আজ, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “কেন্দ্রীয় বাহিনীর জন্য লিফলেট ছাপিয়েছি আমরা। হিন্দি এবং বাংলা, দুটো ভাষাতেই। হাতে দেব। আপনার স্ত্রী কন্যাশ্রী পায়? স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পান? মেয়ের বিয়ের জন্য রূপশ্রী পান? তাই বলছি এমন আচরণ করুন যে আপনি ফিরে গিয়ে বলবেন এমন সুযোগসুবিধা আমার রাজ্যেও চাই।”

কুণাল আরও জানান, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের হাতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও তার সুযোগসুবিধা সম্বলিত একটি লিফলেট দেওয়া হয়। জনৈক জওয়ান লিফলেটটি পড়েন। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প দেখে অবাক হয় যান।তৃণমূল নেতানেত্রীরা ওই জওয়ানকে জানান, “এমন জনমুখী কাজ থামাতে আপনাদের এনেছেন। তাই যাতে ঘরের মেয়ের অধিকার ঠিকঠাক থাকে সেদিক ভেবে কাজ করুন।”