অসুস্থ কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা। ক’দিন আগে নিজের বাড়িতে অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।এমনকি বেশ কিছুদিন আইসিএউতেও রাখা হয় গায়িকাকে। আপাতত ঘরে ফিরলেও তাঁর চিকিৎসা এখনও চলছে। কী হয়েছে জনপ্রিয় এই গায়িকা?
আরও পড়ুন:বসিরহাটে তৃণমূলের হয়ে প্রচার-মিছিল কংগ্রেস প্রার্থীর! কিন্তু কেন?
বুধবার ইনস্টাগ্রামে ম্যাডোনার অসুস্থতার কথা ভক্তদের জানান ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি।ইনস্টাগ্রামে তিনি জানান, “ম্যাডোনার শরীরে একটি গুরুতর জীবাণু সংক্রমণ ধরা পড়েছে। ফলে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছে” গায়িকাকে। আরও জানান, তাঁর স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন। ফলে আগামী যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। কিছুদিন পরেই ‘ওয়ার্ল্ড ট্যুরে’র কথা ছিল, তাও আপাতত স্থগিত করা হচ্ছে। গাই জানিয়েছেন, কিংবদন্তি গায়িকা সেরে উঠলেই চুক্তি অনুযায়ী যাবতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দায়িত্ব নিয়ে অসুস্থ ম্যাডোনার দেখভাল করছেন তাঁর মেয়ে লর্ডেস লিওন।
সম্প্রতি সঙ্গীত জীবনে চল্লিশ বছর উদযাপনে ‘সেলিব্রেশন ট্যুরে’র ঘোষণা করেছিলেন পপ তারকা। ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই তা শুরু হওয়ার কথা ছিল। আমেরিকার পর ইউরোপ হয়ে ১ ডিসেম্বরে আমস্টারডামে শেষ জলসার হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে যাবতীয় সফর বাতিল করা হল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.