উত্তপ্ত দিনহাটায় গ্রে.ফতার বিজেপির জেলা পরিষদ প্রার্থী

0
1

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে সবকিছু। তবে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। শেষ কয়েকদিন সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছেন। মৃত্যু পর্যন্ত ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে।

আরও পড়ুনঃবড় সাফল্য সিটের! রাজু ঝা খু.নে গ্রে.ফতার আরও ২

সেই আবহে এবার কোচবিহারে গ্রেফতার জেলাপরিষদের বিজেপি প্রার্থী। পুরনো একটি মামলায় বিজেপি নেতাকে গ্রেফতার বলেই জানিয়েছে পুলিশ।

ধৃত বিজেপি প্রার্থীর নাম তরণীকান্ত বর্মন। তিনি কোচবিহারের দিনহাটার-২ নম্বর ব্লকের নাজিরহাটের ২৬ নম্বর আসনে জেলা পরিষদের বিজেপি প্রার্থী। আগে তৃণমূল করতেন তিনি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। তবে পঞ্চায়েত ভোটে টিকিট পাননি। তাই ভোটের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়ন পর্বে দলবদল করেন। নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ তাঁর। এরপর বিজেপি তাঁকে প্রার্থী করে। এরই মাঝে সালমারা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।