পঞ্চায়েত নির্বাচনের আগে উ.ত্তপ্ত সবং! উদ্ধার বিজেপি নেতার ঝু.লন্ত দেহ

0
3

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সবং (Sabang)। বৃহস্পতিবার বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর (Deepak Samanta) ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বলপাই গ্রামের ঘটনা। তবে কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। এদিকে বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তবে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, যে কোনও মত্যুই দুর্ভাগ্যজনক। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। দোষীর সাজা হবে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দিন চারেক আগেও দলের প্রচারে বেরিয়েছিলেন ওই বিজেপি নেতা। তখনও দীপককে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে বলা হয় বলে অভিযোগ। এমনকী তৃণমূলে যোগ না দিলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তবে তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার সঙ্গে দল কোনওভাবেই জড়িত নয়। ওই বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে বেশিরভাগ জায়গায় প্রার্থী দিতে না পেরে হিংসার পথ বেছে নিয়েছে গেরুয়া শিবির। পুলিশ তদন্ত করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘যে কোনও মত্যুই দুর্ভাগ্যজনক। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। দোষীর সাজা হবে। সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অন্যায়। কোনও প্রমাণ তো এখনও হয়নি।