সন্তানের সাফল্যে সব বাবা-মায়েরা খুশি হন। সেখানে তারকা কিংবা সাধারণ মানুষের মধ্যে কোনও তফাৎ নেই। আর তাই দীর্ঘ প্রচেষ্টার পর মেয়ে যখন ভারতীয় সেনায় (Indian Army) সুযোগ পেলেন তখন গর্বে বুক ভরে গেল ভোজপুরী তারকা রবি কিষাণের (Ravi Kishan)। ভারতীয় সেনাদলে যোগদানের ছাড়পত্র পেলেন ঈশিতা শুক্লা (Ishita Shukla)। মাত্র একুশ বছর বয়সেই এনসিসি ক্যাডেট (NCC Cadet)হয়ে গেলেন ভোজপুরী তারকা রবি কিষাণের (Ravi Kishan)মেয়ে। বাবার মতো গ্ল্যামার জগতে কেরিয়ার না সাজিয়ে কেন এত রিস্কের জীবন বেছে নিলেন রবিকন্যা?
দেশকে ভালবেসে দেশের কাজ করতে চান তিনি। ঈশিতা অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনিতে নাম নথিভুক্ত করেছিলেন। প্রকল্পের নিয়ম অনুসারে, ১৭ থেকে ২১ বছরের যুবক-যুবতীরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন। আইন অনুযায়ী প্রার্থীদের চার বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর ‘অগ্নিবীর’ হিসাবে তাঁরা ভারতীয় সেনাবাহিনিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিলেন ঈশিতা। মেয়ে যে সেনাবাহিনিতে যোগ দিতে ইচ্ছুক, সে কথা গত বছরেই রবি টুইট করে জানিয়েছিলেন। মেয়ে যখন তাঁকে সেনাতে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানান, তখন সম্মতি দেন তারকা বাবা। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জানান, “ঈশিতা দিল্লির ৭ গার্লস ব্যাটেলিয়নের ক্যাডেট। প্রচণ্ড গরম, তীব্র ঠান্ডাতেও তাঁর প্রশিক্ষণ বন্ধ নেই। বাবা হিসাবে আমি গর্বিত।”