জনসংযোগের হাতিয়ার হিসেবে তাঁর “ভারত জোড় যাত্রা”, এককথায় সুপার হিট। শুধু তাই নয়, জনসংযোগ বাড়াতে অভিনব কৌশলে মানুষের মাঝে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে কংগ্রেসের পোস্টার বয় রাহুল গান্ধী। কখনও পাবলিক বাসে চড়ছেন, তো কখনও কারও বাইকের পিছনে, আবার কখনও ট্রাক চালকের পাশে বসে গিয়েছেন মাইলের পর মাইল।
এবার রাহুল গান্ধী সময় কাটালেন এক মোটর বাইক মেরামতির ওয়ার্কশপে। গ্যারাজে শুধু কর্মীদের সঙ্গে সময় কাটানোই নয়, রীতিমতো মেকানিকের ভূমিকায় দেখা গেল তাঁকে। সারলেন একাধিক বাইক।
নিজের ফেসবুক পোস্টে রাহুল গান্ধী ক্যাপশনে লেখেন, ”যে হাতগুলি সারাদিন রেঞ্চ ঘোরায়, তাদের থেকেই শিখছি যে ভারতের চাকা কীভাবে গড়াবে এবং তা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।” ছবিতে দেখা যায়, রাহুল গান্ধী নিজেই বেশ কিছু যন্ত্রাংশ হাতে তুলে নিয়েছেন। আবার বাইকের কিছু কাজ করতেও দেখা যায় তাঁকে। বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করতে দেখা যায় তাঁকে।
ঘটনা গতকাল, মঙ্গলবার বিকেলের। দিল্লির করোল বাগ অঞ্চলে যান রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে সেখানে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয় স্থানীয় মানুষ। ভারত জোড়ো যাত্রার ধাঁচেই সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন রাহুল গান্ধী। করোল বাগের বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গেও কথা বলতে দেখা যায় রাহুল গান্ধীকে। সকলের সুবিধা-অসুবিধার কথা শোনেন।