প্রেমে আপত্তি নেই কিন্তু নিচু জাতের সঙ্গে প্রেম কোনভাবেই বরদাস্ত নয়। তরুণীকে ভয়ঙ্কর ‘শাস্তি’ দিলেন জন্মদাতা। কর্নাটকের (Karnataka) বঙ্গারপেটের বাসিন্দা কৃষ্ণমূর্তির (Krishnamurti)মেয়ে কীর্তি (Kirti) ২৪ বছরের একটি ছেলেকে ভালবেসে ফেলেছিলেন। দোষ একটাই, প্রেমিক নিচু জাতের। তাতেই রেগে আগুন বাবা। এই নিয়ে মেয়ের সঙ্গে বাবার কথা কাটাকাটিও হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই মেয়ের দিকে তেড়ে যান কৃষ্ণমূর্তি। এবং উত্তেজনার বশে তিনি পর গলা টিপে খুন করেন মেয়েকে। এরপর যাতে লোক জানাজানি না হয় তাই কীর্তির মৃত্যুর পর তাঁর দেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।
প্রাথমিক ভাবে তরুণীর মৃত্যুকে আত্মহত্যা বলে মনে হলেও পরে তদন্ত চলাকালীন পুলিশের কিছু সন্দেহ হওয়ায় মৃতার বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই সবটা সামনে আসে। প্রেমিকার মৃত্যুর খবরে নিজেকে সামলাতে না পেরে ২৪ বছরের যুবক পেশায় রাজমিস্ত্রি গঙ্গাধর (Gangadhar)ট্রেন লাইনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খুন এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে কৃষ্ণমূর্তিকে গ্রেফতার করে ৩০২ ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।