কানাডায় চাকরির নয়া সুযোগ! উচ্ছ্বসিত ভারতীয়রা

0
1

আর চিন্তা নেই , এবার আমেরিকার ভিসা (American VISA)থাকলেই কানাডায় (Canada)সরাসরি চাকরির আবেদন করতে পারবেন আপনি। কানাডার অভিবাসন মন্ত্রকের (Canada’s Ministry of Immigration) তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আগামী জুলাই মাস থেকেই এক নয়া সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে। বিদেশিদের কাছে যদি আমেরিকার এইচ-১ (H1)ভিসা থাকে তবে তাঁরা সহজেই কানাডার (Canada) যেকোনও প্রান্তে চাকরির আবেদন করতে পারবেন। এমনকি তাঁদের পরিবারের সদস্যদের কাছেও থাকছে চাকরির সুযোগ। পড়াশোনার ক্ষেত্রেও একই সুযোগ মিলবে।

ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকা সফরকালে দিন কয়েক আগে মার্কিন ওয়ার্ক ভিসা (Work VISA)নীতির সরলীকরণ নিয়ে বড় ঘোষণা করা হয়। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মার্কিন এইচ-১বি ভিসা থাকলেই তিন বছরের জন্য কানাডায় ওয়ার্ক পারমিট মিলবে। এর ফলে বিপুল সংখ্যক ভারতীয় উপকৃত হবেন বলেই ধারণা করা হচ্ছে। এতে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে আবেদন চাকরি বা পড়াশোনার জন্য আবেদন করা সহজ হবে। প্রযুক্তিগত ক্ষেত্রে চাকরি করতেই বিদেশিদের জন্য এইচ-১বি ভিসা দেয় আমেরিকা। ওয়াকিবহল মহলের ধারণা সেই একই ধরনের কাজের জন্যই এইচ-১বি ভিসা হোল্ডারদের জন্য দেশে কাজের সুযোগ দিতে চাইছে কানাডা। পাশাপাশি আমেরিকায় বসেই এইচ১বি (H1B) ভিসা রিনিউ করার সুযোগ পেয়ে যাবেন ভারতীয়রা।