পঞ্চায়েতের আগে বাড়ছে বিরোধী স*ন্ত্রাস, এবার আ*গ্নেয়াস্ত্র-সহ গ্রে*ফতার সিপিএম প্রার্থীর ছেলে

0
1

এবার পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে মোটের উপর সবকিছু শান্তিপূর্ণ ভাবে চললেও অশান্তির কিছু বিক্ষিপ্ত ঘটনাও সামনে এসেছে। এবং বেশিভাগ ক্ষেত্রেই উলট-পুরাণ! বিরোধীরা নয়, আক্রান্ত শাসক। বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে খুন হতে হয়েছে। অভিযোগের তির বাম-বিজেপি-কংগ্রেসের দিকে। কোচবিহার ও মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত শাসক দলের নেতা-কর্মীরা।

সেই আবহে এবার মুর্শিদাবাদের দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার সিপিএম প্রার্থীর ছেলে। ধৃতের নাম, সারজু মন্ডল। তার মা সানোয়ারা বিবি সরসাবাদ-নিধিনগর গ্রাম পঞ্চায়েত আসনের সিপিএমের প্রার্থী। সারজুর সঙ্গে আরও দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বেশকিছু দিন ধরে তারা বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করত বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, পঞ্চায়েত ভোটে অশান্তি পাকাতেই সিপিএম প্রার্থীর ছেলে বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করছিল।