উদ্বোধনের দিনই বিপত্তি!বন্দে ভারতের ধাক্কায় মৃ*ত্যু যুবকের

0
3

মোদির হাত ধরে মঙ্গলবার একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পরই বিপত্তি। বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু। বারাণসী থেকে দিল্লির দিকে যাওয়ার পথে লাইনের উপর যুবককে ধাক্কা মারে ট্রেনটি। রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন যুবক।যদিও এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার বন্দে ভারতের ধাক্কায় নিহত হওয়ার ঘটেছে।

আরও পড়ুন:মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে ফের হা.মলা! এবার উত্তরপ্রদেশে

জানা গেছে, মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের টুণ্ডলা জেলার জলেসর এবং পোরা গ্রামের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের রিপোর্টে, যুবকের লাইন পার হওয়ার কথা বলা হলেও এ বিষয়ে বিস্তারিত তদন্ত করবে রেলপুলিশ।এর আগেও এহেন দুর্ঘটনা ঘটে কেরলের কোঝিকোড়ে। কাসেরগড় থেকে তিরুঅনন্তপুরম যাওয়ার পথে বন্দে ভারত এক্সপ্রেস এক যুবককে ধাক্কা মেরেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
২০১৯ সালে ভারতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। উদ্বোধনের এক দিন পরেই বারাণসী থেকে ফেরার পথে একটি গরুকে ধাক্কা মারে এই ট্রেন। তার পর থেকে বন্দে ভারতকে ঘিরে একাধিক ছোটখাটো ঘটনা লেগেই ছিল। মঙ্গলবার দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হল এই ট্রেনের ধাক্কায়।

ঘটনাচক্রে মঙ্গলবারই পাঁচটি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিল তাঁর উদ্বোধন কর্মসূচি। রানি কমলপতি স্টেশনে গিয়ে সামনে দাঁড়িয়ে থেকে দু’টি ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী।