বুধবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ নম্বর ব্লকের মথুরা অঞ্চলে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন ২০২৪-এর লোকসভায় বিজেপি বাংলা থেকে ৩৫ আসন পাবে বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা। এই দাবির পালটা কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।বুধবার এই প্রসঙ্গে তিনি বলেন, “বারবার ডেডলাইন দেন। বারবার তা ফেল করে। ওঁর তো আগে ফুটপাথে বসে টিয়াপাখি নিয়ে নিজের ভবিষ্যৎ যাচাই করা উচিৎ।”
এদিন শুভেন্দু দাবি্ করেন, “আমি ছিলাম বলে কাঁথি লোকসভা পেয়েছেন, আমি ছিলাম বলে তমলুক পেয়েছেন, আমি ছিলাম বলে ঘাটাল পেয়েছেন, আমি ছিলাম বলে আরামবাগ পেয়েছেন। এবারে ১৮টা থেকে ৩৫টা আসন আমরা নেব।” বিজেপি বিধায়কের এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কটাক্ষ, ভুয়ো জ্যোতষীর উচিৎ ফুটপাথে টিয়াপাখি নিয়ে বসে নিজের ভবিষ্যৎ যাচাই করা। তিনি মনে করিয়ে দিয়েছেন, একুশের বিধানসভার আগে কীভাবে বিজেপির ২০০ আসনের দাবি মুখ থুবড়ে পড়েছিল।তাই বিরোধী দলনেতার এই মন্তব্য যে শুধুই প্রলাপ সে কথাও মনে করিয়ে দেন তিনি।
আরও পড়ুন- প্রস্তুতি তুঙ্গে, চন্দ্রযান-3-র দিন ঘোষণা করল ইসরো