ফের শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। বুধবার দুপুরে গড়িয়াহাটের (Gariahat) এক বহুতলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দমকলবাহিনী (Fire Brigade) ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছে জোরকদমে। এলাকায় দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুরে আচমকাই গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেনের (Mandevilla Garden) একটি বহুতল থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। এরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, এদিন দুর্ঘটনার পরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে দিনেদুপুরে গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কী ভাবে আগুন লাগল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে দমকল সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।