গোটা বিশ্বকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে যে মারণ ভাইরাস (Virus)তার সৃষ্টিকর্তা অন্য কেউ নয় বরং লাল ফৌজের দেশ (China)। সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি ইউহানের গবেষক চাও সানের (Chao Saan)। এই ভাইরাস পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে একের পর এক দেশে দাপট দেখিয়েছে। কত মায়ের কোল খালি হয়েছে তার সঠিক পরিসংখ্যান আজও মেলেনি। এর মাঝেই আমেরিকা বারবার দাবি করেছে যে গোটা বিষয়ের সঙ্গে চিনের সরাসরি যোগ রয়েছে। এবার সেই তত্ত্বেই সিলমোহর দিলেন ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির (Wuhan Institute of Virology)গবেষক চাও সান (Chao Saan) ।
চিনা সাংবাদিক জেনিফার জেং ভাইরোলজিস্ট চাও-এর সাক্ষাৎকার তাঁর ব্লগে প্রকাশ করেছেন। ঠিক যখন কোভিড মহামারীর আকার নিচ্ছিল তখন এই ইন্টারভিউ নেওয়া হয় বলে জানা গেছে। ওই সাক্ষাৎকারেই গবেষক কোভিডকে ‘জৈব অস্ত্র’ হিসাবে উল্লেখ করেছেন। এমনকি জিনপিং-এর দেশে বাদুড়, বানর এবং মানুষের উপর কোভিডের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল বলেও দাবি করেছেন চাও (Chao San)। তিনি বলেন তাঁকে কোভিডের চারটি স্ট্রেইন দেওয়া হয়েছিল। এবং এই চারটির মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মতো একটি স্ট্রেন খুঁজে বের করতে বলা হয়েছিল। এতটুকু থেকে পরিষ্কার যে এতমাস ধরে চিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল তা সত্যি। যদিও গবেষকের কথার সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।










































































































































