বিশ্বসেরার তালিকায় জায়গা করে নিল বাংলার দুই শিক্ষা প্রতিষ্ঠান, কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। অনেক পিছনে হলেও, তালিকায় নাম রয়েছে, কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটেরও। কোয়াকোয়ারেলি সাইমন্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা QSWUR প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই তালিকায় রয়েছে ভারতের মোট ৪৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল ৪১। সেই হিসেবে ভারত থেকে এই বছর যুক্ত হয়েছে নতুন চারটি প্রতিষ্ঠান। সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম ৫০০টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের মোট ১১টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

তালিকা অনুযায়ী, বিশ্বে ২৭১ এবং ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। বিশ্ব সেরার তালিকায় যাদবপুর ৭৪১ থেকে ৭৫০-এর মধ্যে, আর কলকাতা ৮০১ থেকে ৮৫০-এর রয়েছে।
আরও পড়ুন- প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! প্রকাশ্যে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে গু.লি







































































































































