বাঙালি অভিনেত্রীর বিদেশী বর, তারপর.. কোন পথে সৃজিতা

0
2

ছেলে খ্রিস্টান, মেয়ে বাঙালি। দুই বাড়ির সম্মতিতে চার্চে বিয়ে বঙ্গ তনয়ার। সেলিব্রেটি অভিনেত্রী সৃজিতা দে (Srijita Dey) ‘বিগ বস্ ১৬’-এর (Big BOSS 16) ঘরে প্রথম বার নিজের জার্মান প্রেমিককে (German lover) প্রকাশ্যে আনেন। সৃজিতা ও মাইকেল ব্লোম পেপ (Srijita Dey and Michael Blom Pep) বেশ কিছু বছর ধরে লিভ ইন সম্পর্কে আছেন। এবার সামাজিক স্বীকৃতি পেতে চাইছেন দুজনেই। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হতে চলেছেন সৃজিতা-মাইকেল। তাই জুলাইয়ের প্রথম দিনেই জার্মান বাবু আর দেশী গার্লের বিয়ে। তারপর কি দেশে থাকবেন বঙ্গ ললনা ?

১ জুলাই জার্মানিতে বিয়ের আসর। তাই অভিনেত্রীর অনেক কাছের বন্ধুরাই থাকতে পারছেন না। শিব ঠাকরে এবং আবদু রোজিক থাকবেন না বিয়েতে, প্রিয়াঙ্কা চাহর চৌধুরীও অনুপস্থিত হবেন – তাই মন খারাপ অভিনেত্রীর। রীতিনীতি মেনে চার্চে বিয়ে হবে সৃজিতা-মাইকেলের। কিন্তু জার্মানিতে (Germany) বিয়ে সেরে সেখানেই কি পাকাপাকিভাবে সংসার শুরু নাকি মুম্বই ফিরবেন অভিনেত্রী তা আপাতত স্পষ্ট নয়।