পঞ্চায়েত ভোটের পরে ফের রাজ্যে নির্বাচন (Election)। ২৪ জুলাই রাজ্যসভার (Rajyasabha) ৬ আসনে ভোট। শুধু বাংলা নয়, একইদিনে গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভার আসনে নির্বাচন হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানাল জাতীয় নির্বাচন কমিশন।
আগামী মাসেই বাংলা থেকে রাজ্যসভার ৬ আসন শূন্য হচ্ছে। তালিকায় রয়েছেন- সুখেন্দুশেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রী। গোয়ার লুইজিনহো ফেলিরিও পদত্যাগ করায় সেই আসনটিও ফাঁকা। তবে এই আসনটিতে কোনও প্রতিদ্বন্দ্বিতা হবে না। ভোটের অঙ্ক অনুযায়ী, ৬টির মধ্যে ৫টি আসন তৃণমূলের দখলেই থাকবে। তবে, কংগ্রেসের দখলে থাকা প্রদীপ ভট্টাচার্যের আসনটি বিজেপির দখলে যাবে।