বিক্ষু.ব্ধদের সঙ্গ ছেড়ে অভিষেকের কর্মসূচিতে যোগ দিচ্ছেন হুমায়ুন

0
3

অবশেষে সুর নরম তৃণমূলের “বিদ্রোহী” বিধায়ক হুমায়ুন কবীরের। দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে অনেকটাই সংযত হুমায়ুন। বিক্ষুব্ধদের নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল। যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডোমকলের রোড শো-তে। তবে আগের চেয়ে সুর নরম হলেও জেলা সভানেত্রীকে সরানোর দাবিতে এখনও অনড় হুমায়ুন।

আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান বদল স্পষ্ট করেন হুমায়ুন। তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দিচ্ছি। আমার বিধানসভায় অনেকেই প্রার্থীপদ পায়নি। জেলা সভানেত্রীর অপসারণের দাবি করেছি। তবে বিক্ষুব্ধদের নিয়ে সভা বাতিল করলাম।”