দুর্গাপুজোয় ডাবল মজা বাঙালির: একদিকে ঠাকুরদেখা, অন‍্যদিকে রোহিতদের লড়াই

0
1

মঙ্গলবারই প্রকাশিত হয়েছে একদিনের বিশ্বকাপের সূচি। চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। বিশ্বকাপের প্রথম ম‍্যাচ হবে আহমেদাবাদে। দুই সেমিফাইনাল হবে কলকাতা এবং মুম্বই। সেমিফাইনাল দুটি হবে ১৫ এবং ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল আহমেদাবাদে। আর এখানেই বাঙালির ডাবল মজা। একদিকে  বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অন‍্যদিকে ক্রিকেটের মহাউৎসব, যা কিনা হচ্ছে ভারতের মাটিতে। তাই আসন্ন বিশ্বকাপ বিশেষ হতে চলেছে বাংলার মানুষদের কাছে।

মঙ্গলবার বিশ্বকাপের যে সূচি প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে মহালয়া থেকে শুরু করে ভাইফোঁটা অবধি রয়েছে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ। যেই ম‍্যাচ দেখার জন‍্য টিভির পর্দা থেকে চোখ সরাতে চাইবে না ক্রিকেটপ্রেমীরা। এখন দেখার কোন দিকে যায় বাঙালি? রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখা, আড্ডা মারার আনন্দ নেবে? না কি ঘরে বসে টেলিভিশনে ভারতীয় দলের খেলা দেখবে?

৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার মহালয়া ১৪ অক্টোবর। মহালয়ার পর থেকেই বাঙালি বেরিয়ে পরেন ঠাকুর দেখতে। অর্থাৎ প্রথমা থেকেই উদ্বোধন হয়ে যায় একের পর এক বড় ঠাকুর। ঘর থেকে বেরিয়ে রাস্তায় ভিড় করেন মানুষ। আর সেই দিনই, অর্থাৎ ১৫ অক্টোবর বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ ভারত-পাকিস্তানের খেলা। অন‍্য দিকে মহাপঞ্চমী ১৯ অক্টোবর। পঞ্চমী আর অষ্টমীতে খেলা রয়েছে ভারতের। আগামী ১৯ অক্টোবর পঞ্চমীতে বাংলাদেশের বিরুদ্ধে আর আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। দুটো ম্যাচই দুপুর দুটোয়, ফলে বাড়িতে দুপুরে জম্পেশ খাওয়াদাওয়া করে কিংবা বাইরে বন্ধু-বান্ধবীদের সঙ্গে লাঞ্চ সেরে মোবাইলে বা টিভিতে খেলা দেখতেই পারে বাঙালি। এছাড়া ষষ্ঠীতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান আর সপ্তমীতে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট ম্যাচ রয়েছে। তবে সেগুলো হবে না কলকাতায়। পুজোয় পুলিশি নিরাপত্তা না দিতে পারার কারণে কলকাতায় কোনও খেলা পড়েনি।

দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজো। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোয় কলকাতায় মুখোমুখি হবে বাংলাদেশ ও কোয়ালিফায়ার ১ দল। একই দিনে আরেকটি হেভিওয়েট ম‍্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড। লক্ষ্মীপুজোর পর এবার আসা যাক কালীপুজোয়। আগামী ১২ নভেম্বর কালীপুজোয় কলকাতায় রয়েছে খেলা। সেদিন মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল ইংল্যান্ড এবং পাকিস্তান। শেষে ভাইফোঁটার পরের দিন অর্থাৎ ১৬ নভেম্বর কলকাতায় রয়েছে সেমিফাইনাল দ্বিতীয়। ফলে বাঙালির উৎসবের মরশুমকে আরও স্পেশ্যাল করে তুলতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কবে কোথায় খেলবে ভারত

৮ অক্টোবর : ভারত বনাম অস্ট্রেলিয়া,চেন্নাই
১১ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান,দিল্লি
১৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান,আহমেদাবাদ
১৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ,পুনে
২২ অক্টোবর:ভারত বনাম নিউজিল্যান্ড, ধর্মশালা
২৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড,লখনৌ
২ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল ২,মুম্বই
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা,কলকাতা
১১ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল ১,বেঙ্গালুরু

আরও পড়ুন:সেমিফাইনালে উঠলে ভারত খেলবে কোন স্টেডিয়ামে? ইডেনের ভাগ্যে আছে সেই ম‍্যাচ!