আর রাস্তায় নেমে প্রতিবাদ নয়, এমনটাই সিদ্ধান্ত নিলেন আন্দোলনরত কুস্তিগিররা। আন্দোলনরত কুস্তিগিরদের তরফ থেকে জানান হয়েছে আর তাঁরা রাস্তায় বসবেন না। এবার থেকে কোর্টেই লড়বেন। কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিং -এর বিরুদ্ধে কুস্তিগিরদের ওপর যৌ.ন হে.নস্তার অভিযোগ এনে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। যার ভিত্তিতে ইতিমধ্যেই দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নিয়েছে। শুরু হয়েছে তদন্ত।

এই নিয়ে আন্দোলনরত কুস্তিগিররা একইরকম টুইট করে লেখেন,” আমাদের প্রতিবাদ চলবে, তবে রাস্তায় নয়, কোর্টে। ভারতের কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ১১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করব।”
ইতিমধ্যেই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা বাতিলের সুপারিশ করেছে। যেহেতু নাবালিকা কুস্তিগিরের বাবা তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন। সেই কারণে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা প্রত্যাহার করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


















































































































































