আনন্দ অনুষ্ঠান বদলে গেল বিষাদে ! রবিবার বিয়েবাড়ির ভুরিভোজ খেয়ে ফেরার পথে বরযাত্রীবোঝাই বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ১২ জনের। আহত অন্তত ২০ জন।তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে৷

আরও পড়ুন:স্বামীর নামে সম্পত্তিতে সমান অধিকার গৃহবধূরও

পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়ির অতিথিদের নিয়ে বাসটি রায়গড় থেকে ভুবনেশ্বর যাচ্ছিল৷সেইসময় গঞ্জাম জেলায় দিগাপাহান্ডি থানা এলাকার খেমুন্ডি কলেজের কাছে বাসটির সঙ্গে একটি সরকারি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। খবর পেতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ এবং দমকলকর্মীরা৷ দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বেরহামপুর এমকেসিজি হাসপাতালে ভর্তি করে তারা। কী করে এত বড় দুর্ঘটনা ঘটল, তার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরেই টুইটে দুঃখপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়, মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে জানা গিয়েছে, আহতদের প্রত্যেকের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে স্পেশ্যাল রিলিফ কমিশন।















































































































































