‘রিঙ্কু বাচ্চা নন, সবার বাবা’, কেকেআরের ব‍্যাটারকে নিয়ে মন্তব্য শাহরুখের

0
1

২০২৩ আইপিএল-এ দুরন্ত ছন্দে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে রাতারাতি সুপারস্টার হয়ে যান রিঙ্কু। কেকেআর দলের কর্ণধার শাহরুখ খান দারুণ উচ্ছ্বসিত দলের তরুণ ক্রিকেটারের এই পারফরম্যান্সে। কেকেআর এবারেও প্লে অফে উঠতে পারেনি। তবুও এই ব্যাটারের ব্যাটিং সকলেরই মন কেড়ে নিয়েছে। এখনও সেই সমস্ত ইনিংসের ঘোর থেকে বেরোতে পারছেন বা স্বয়ং শাহরুখ। রবিবার ট্যুইটারে তাঁর দেওয়া বার্তা থেকে একথা আবারও প্রমাণিত হল।

কেকেআর-এর অন্যতম মালিক শাহরুখ খান মনে করেন, রিঙ্কু বাচ্চা নয়, বাবা। রিঙ্কুর বয়স কম হলেও ও বাচ্চা নয়, সবার বাবা। ট্যুইটারে প্রশ্নোত্তর পর্বে এক ফ্যান জিজ্ঞাসা শাহরুখ খানকে করেন, “কেকেআর-এর বাচ্চা ক্রিকেটার রিঙ্কু সম্পর্কে কী বলবেন?” এর উত্তর দিতে গিয়ে বলিউড তারকা বলেন, “রিঙ্কু বাপ। বাচ্চা নয়।” শাহরুখ আসলে বোঝাতে চেয়েছেন, বয়স অল্প হলেও রিঙ্কু দারুণ ক্রিকেটার। সেদিক থেকে তিনি মোটেই বাচ্চা নন। বরং টেক্কা দিতে পারেন বড় বড় ক্রিকেটারদের।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কুর দুরন্ত পারফরম্যান্সের পরই রিঙ্কুকে ফোন করেছিলেন শাহরুখ। সেই ফোনের কথোপকথন নিয়ে কেকেআর ক্রিকেটার বলেন,”শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন। রিঙ্কু আরও বলেন, অনেকে শাহরুখ খানকে নিজের বিয়েতে আমন্ত্রণ করেন, কিন্তু উনি জান না। কিন্তু স্যর বলেছেন, আমার বিয়েতে এসে নাচবেন।”

কেকেআর-এর এই তারকা ক্রিকেটার ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন। তাঁর স্ট্রাইকরেট ১৪৯.৫২ ও গড় ৫৯.২৫। এই মরশুমে কলকাতার সব থেকে ধারাবাহিক ক্রিকেটার রিঙ্কু। গুজরাতের বিরুদ্ধে এমন দারুণ ইনিংস খেলার পর, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও চার মেরে দলকে জেতান তিনি।

আরও পড়ুন:দলবদল নিয়ে বড় খবর ইস্টবেঙ্গলের