রোনাল্ডোর রেকর্ড ভাঙা নিয়ে বড় মন্তব্য মেসির

0
3

ফুটবল বিশ্বে এই মুহূর্তে দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। একের পর এক নজির গড়ে চলেছেন এই দুই কিংবদন্তি ফুটবলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেকর্ড ভাঙা নিয়ে বড় বার্তা দিলেন লিও। মেসিকে জিজ্ঞাসা করা হয়, রোনাল্ডোর রেকর্ড ভাঙা কতটা গুরুত্বপূর্ণ তাঁর কাছে? এই লিও বলেন, আমি এসব নিয়ে নজর দিই না।

এক সাক্ষাৎকারে লিও বলেন,” না এখন কোন গুরুত্ব নেই। আগেও বলেছি, কেরিয়ারের এই পর্যায়ে এসে, আমি এসব নিয়ে নজর দিই না। আমি নজর দিই আর্জেন্তিনা আর ক্লাব পর্যায়ে কি পেতে পারি, যেখানে আমি ভাগ্যবান চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ খেতাব জিততে পেরে। আমি ভাগ্যবান যে আমি সব জিতেছি, আর কেরিয়ারের শেষে সেটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই, গোল আর রেকর্ড থাকবেই, কিন্তু আমি মনে করি, সেগুলি খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে এগুলি ভালো উপলব্ধি।”

২০২২ সালে ৩৬ বছরের খরা কাটিয়ে নেতৃত্ব দিয়ে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিও। ক্লাব ফুটবলে পিএসজি ছেড়ে মার্কিনযুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন লিও। ওপরদিকে সৌদি আরবের ক্লাব আল নাসেরের খেলছেন রোনাল্ডো।

আরও পড়ুন:ধোনির সামনে চকোলেটের ট্রে নিয়ে হাজির বিমানসেবিকা, ভাইরাল ভিডিও