কোথায়, কীভাবে ৩১৫ কোম্পানি বাহিনী ব্যবহার? কমিশনকে চিঠি কেন্দ্রের

0
1

আসন্ন পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election) উপলক্ষ্যে বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। তার পাল্টা শুক্রবার কমিশনকে চিঠি পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। জানতে চাওয়া হল, আগে মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। তবে খবর সূত্রের, শুক্রবার থেকে রবিবার বিএসএফ-এর(BSF) আইজি এবং সিআইএসএফ-এর(CISF) ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসেছিল কমিশন। তিনদিন বৈঠকের পরেও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মত পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। কিন্তু তার অর্ধেকও এখনও রাজ্যে পৌঁছয়নি। এই অবস্থায় কেন্দ্রের কাছে আরও বাহিনী চেয়ে পাঠায় কমিশন। পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ মত প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় কমিশন। হাইকোর্টের ভর্ৎসনা এবং পুনরায় নির্দেশের পর কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনীর চেয়ে আবেদন জানায় কমিশন। কমিশনের আবেদন মত প্রথম ২২ কোম্পানি বাহিনী পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই বাহিনী ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে। জেলায় জেলায় রুটমার্চও শুরু করেছে তারা। পরে কেন্দ্রের তরফে ৮০০ কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়। তবে নোডাল অফিসারকে না জানানোয় রবিবার পর্যন্ত বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রের বাহিনী আটকে রয়েছে ভিনরাজ্যেই। এমন পরিস্থিতিতেস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।