বড় খবর বাংলার মানুষের জন্য। আসন্ন আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। আর একটি সেমিফাইনাল আয়োজিত হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনটাই খবর বিসিসিআইয়ের সূত্রের।

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। মঙ্গলবারই সূচি প্রকাশ হতে চলেছে বিশ্বকাপের। আর তার আগেই জানা যাচ্ছে, ইডেন পেতে চলেছে একদিনের বিশ্বকাপের একটি সেমিফাইনাল। অন্য আরেকটি সেমিফাইনাল পেতে চলেছে মুম্বই। প্রথমে ঠিক হয়েছে সেমিফাইনাল হবে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে। কিন্তু পরে তা পাল্টে হতে চলেছ কলকাতা এবং মুম্বই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “বিশ্বকাপের সেমিফাইনালের জায়গা পাল্টে গিয়েছে। প্রথমে বেঙ্গালুরু এবং চেন্নাই ঠিক হলেও পরে তা পাল্টে মুম্বই এবং কলকাতা করা হয়। বাকি সূচি আগে যেমন ঠিক হয়েছিল তেমনটাই রাখা হয়েছে। ফাইনাল হবে আহমেদাবাদে।

এর আগে ইডেন গার্ডেন্সে ১৯৮৭ সালে ও ওয়াংখেড়ে স্টেডিয়াম ২০১১ সালের একদিনের বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হয়েছে। বলা বাহুল্য, সম্প্রতি ২০২৩ আইপিএলে সেরা মাঠের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ইডেন ও ওয়াংখেড়ে।
আরও পড়ুন:‘রিঙ্কু বাচ্চা নন, সবার বাবা’, কেকেআরের ব্যাটারকে নিয়ে মন্তব্য শাহরুখের
















































































































































