সদ্য পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। যোগ দিতে চলেছেন ইন্টার মিয়ামিতে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, মার্কিনযুক্তরাষ্ট্রের এই ক্লাবে যে তিনি যোগ দিতে চলেছেন তা জানিয়েছেন লিও।এখনও ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হয়নি মেসির। কিন্তু তাঁর এক সমর্থক ভেবেছিলেন, গত শনিবারই হয়তো ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে মেসির। আর তাই ১২০০ মাইল দূর থেকে খেলা দেখতে এসেছিলেন তিনি। কিন্তু মাঠে এসে মেসিকে দেখতে না পেয়ে হতাশ হন ওই সমর্থক। এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই সমর্থকের হাতে একটি পোস্টার। আর তাতে লেখা, ১২০০ মাইল দূর থেকে ফুটবলের সর্বকালের সেরাকে দেখতে এসেছি।” কিন্তু মেসির অভিষেক ম্যাচ সেটি ছিল না। তাই হতাশ হন সেই ভক্ত। ফেলে দেন ওই পোস্টার। শুধু তাই নয়, সেই ম্যাচে ১-৪ গোলে ম্যাচ হারে ইন্টার মিয়ামি।
Big yikes. Safe flight back! pic.twitter.com/t4oRMW4fBr
— Philadelphia Union (@PhilaUnion) June 25, 2023
মার্কিনযুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি। ওই দিনই হবে লিওর অভিষেক। মেসির সঙ্গে আপাতত ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ইন্টার মিয়ামি। তবে তাঁর চুক্তিপত্রে ২০২৬ সালের কথা উল্লেখ থাকবে। অর্থাৎ, মেসি চাইলে চুক্তি একবছর বৃদ্ধি করতে পারেন।
আরও পড়ুন:রোনাল্ডোর রেকর্ড ভাঙা নিয়ে বড় মন্তব্য মেসির

















































































































































