ডোমকলে গু.লিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

0
1

মুর্শিদাবাদের ডোমকলে গুলিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী।অভিযোগের তির সিপিএমের  দিকে।মুর্শিদাবাদের ডোমকলের তুলসীপুর এলাকার ঘটনা।পড়ল বোমাও। চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।অভিযোগ, পঞ্চায়েতের প্রচার মিছিলে আচমকা হামলা চালায় সিপিএম সমর্থকরা। মূহুর্তে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোতকানা এলাকায় ভোটের প্রচারের সময় এই ঘটনা ঘটে। তৃণমূলের কর্মীসমর্থকদের অভিযোগ, সিপিএমের মিছিল থেকে তাদের উদ্দেশে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় বচসা শুরু হয়। এর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মারামারিতে জখম হন বেশ কয়েক জন। গুলি চলারও অভিযোগ উঠেছে।

প্রায় প্রতিদিনই বোমাবাজি এবং বিস্ফোরক উদ্ধারের খবর মিলছে মুর্শিদাবাদে। সোমবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।তৃণমূল সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করলেও সেই অভিযোগ নস্যাৎ করেছে বামেরা। তাদের দাবি, এতে সিপিএম কোনও ভাবে যুক্ত নয়।