সোমনাথ বিশ্বাস:আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য সম্প্রতি আলিমুদ্দিন থেকে ইশতেহার প্রকাশ করেছে সিপিএম। সেই ইশতেহারের ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনমুখী প্রকল্পের ছোঁয়া। অর্থাৎ, তৃণমূলকে নকল করে তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েতে লড়তে যাচ্ছে বামেরা। অথচ, সারা বছর ধরে তৃণমূল সরকারের প্রকল্পগুলি নিয়ে মিথ্যাচার করেন সেলিম-সুজন-বিমান বসুরা।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের মাঝেই দিনহাটায় তৃণমূল প্রার্থীর উপর হা.মলা! অভিযুক্ত বিজেপি

এখানেই শেষ নয়। ইশতেহারের পর এবার প্রচার কৌশলেও তৃণমূলকে নকল করল “শূন্য” সিপিএম। কীভাবে? গত সপ্তাহ থেকে গ্রামের পাশে মহানগর থিম নিয়ে প্রচার শুরু করেছে শাসক দল তৃণমূল। অভিনব প্রচারের পন্থা হিসেবে শিয়ালদহ স্টেশনে মঞ্চ করে তৃণমূল। কলকাতায় পঞ্চায়েত ভোট নেই কিন্তু নিত্যদিন শিয়ালদহ স্টেশন দিয়ে জেলার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। গত বৃহস্পতিবার কুণাল ঘোষ, সোহম চক্রবর্তী, মদন মিত্র, শশী পাঁজা সহ নেতৃত্ব শিয়ালদহ স্টেশনে প্রচার করেন। সঙ্গে লিফলেট ও জাগো বাংলা দেওয়া হয় নিত্য যাত্রীদের হাতে। টানা তিনদিন চলে এই প্রচার। আজ, সোমবার থেকে একই কায়দায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া স্টেশনে প্রচার অভিযানে নামছে তৃণমূল। লক্ষ্য নিত্যযাত্রী জেলার ভোটারদের কাছে পঞ্চায়েতের আগে তৃণমূলের বার্তা পৌঁছে দেওয়া।
এবার সেই কৌশল অবলম্বন করলে সিপিএম। বলা চলে তৃণমূলের প্রচার কৌশল নকল করল বামেরা। কলকাতা জেলা সিপিএমের তরফে আজ, সোমবার ভোর সাড়ে চারটে থেকে কলকাতার ৭টি রেল স্টেশনে পঞ্চায়েত ভোটের প্রচার চালাচ্ছে বামেরা। শিয়ালদহ ছাড়াও বিধাননগর, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর, দমদম স্টেশনে তৃণমূলের কায়দায় প্রচার চালাচ্ছে সিপিএম।
















































































































































