“১১বছরে যা করেছি চ্যালেঞ্জ পৃথিবীতে কেউ করেনি”: আরও কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
3

কোচবিহার দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সেখানে প্রচার সভা থেকেই বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলা মডেল হয়েছে বলেই বিজেপি-র হিংসা।

এদিন, বাংলার রাজ্য সরকারি উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, “আমরা ১১ বছরে যা করেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা পৃথিবীর কেউ করতে পারেনি। আজকে বাংলা মডেল তৈরি হয়ে গিয়েছে। তাই বিজেপি আমাদের উপর হিংসা করে। ওদের হিংসা করতে দিন। ওরা দেশটাকে বেচে দিতে চায়। ওদের আমরা দেশ বেচতে দেব না। মনে রাখবেন ওদের ডাবল ইঞ্জিন একটা পঞ্চায়েত নির্বাচনে ফুটো হবে আর একটা লোকসভা নির্বাচনে ফুটো হবে। তাই মানুষের সরকারকে ভোট দিন। মানুষের সঙ্গে থাকুন। যদি আমাদের কেউ কোনও দুঃখ দিয়ে থাকে আপনাদের তাহলে আমি তাঁদের হয়ে হাতজোড় করে ক্ষমা চাইছি। ভুল বুঝবেন না। যদি কেউ দুষ্টুমি করে দুটো চড় মারবেন। এই অধিকার আমি আপনাদের দিয়ে গেলাম।“

২০২১-এ বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবারে অন্যতম লক্ষ্য কর্মসংস্থান। পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে কোচবিহারের দাঁড়িয়েও ফের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারের শুরুর দিনেই তিনি বলেন, “উত্তরবঙ্গে তৈরি হবে অর্থনৈতিক করিডর। রাজ্যেই কর্মসংস্থান হবে, বাইরে যাওয়ার দরকার নেই।“ রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর কথা।