ফের ভাইরাল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। তবে এবার মাঠে নয় মাঠের বাইরে, একেবারে বিমানের মধ্যে। ঠান্ডা মাথার মানুষ বলেই পরিচিত মাহি। আইপিএল ছাড়া ২২ গজে এখন দেখা যায় না ধোনিকে। বাকি যে মুহূর্তগুলো শিরোনামে উঠে আসে ধোনি তা মাঠের বাইরের। কখনও চাষবাসে মনোযোগী ধোনির ভিডিও ভাইরাল হয় তো কখনও সতীর্থর আমন্ত্রণ পৌঁছে যান পরিবার নিয়ে। আর এবার সোশ্যাল মিডিয়া ভাইরাল মাহির বিমানযাত্রার ভিডিও।
রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ধোনির একটি ভিডিও। যেখানে সিএসকে অধিনায়ককে দেখা যাচ্ছে ক্যান্ডি ক্রাশ খেলতে। এরপরই দেখা যায় বিভিন্ন রকমের চকোলেট নিয়ে বিমানের মধ্যে দাঁড়িয়ে আছেন ওই বিমান সংস্থার সেবিকা। সেই চকোলেটের ট্রে নিয়ে ধোনির কাছে যান তিনি। ধোনিকে জানালার ধারের আসনে বসে থাকতে দেখা যায়। নানারকমের চকোলেট সাজিয়ে রাখা ট্রে-এর মধ্যে। প্রথমেই একটি চিরকুট ধোনির হাতে ধরিয়ে দেন ওই বিমানসেবিকা। তারপর চকোলেটগুলি নেওয়ার অনুরোধ জানান ধোনিকে। ধোনি চিরকুটটি হাতে নিয়ে ট্রে থেকে একটি চকোলেটের প্যাকেট তুলে নিয়ে ধন্যবাদ জানান বিমানসেবিকাকে। মিষ্টি হেসে তাঁকে বলেন, আর চকোলেট নেবেন না। একটাই যথেষ্ট।” আর এই ভিডিও নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যায় বিমানসেবিকার সঙ্গে খুব মিষ্টি হেসেই কথা বলেন মাহি। যা মন কেড়েছে নেটিজেনদের।
২০২৩ আইপিএলের পর আপাতত বিশ্রাম নিচ্ছেন ক্যাপ্টেন কুল। হাঁটুর অস্ত্রোপচারের পর নিজেকে পুরনো ছন্দে ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।
The way he winks his eyes 🥺
Also the way she is acting kittenish while having is wife right next to him 🥰What a video @msdhoni 🤩 pic.twitter.com/SkrhQeZnDE
— MASS (@BoyOfMasses) June 25, 2023
আরও পড়ুন:বিরাটের কঠিন সময় তুলে ধরলেন ইশান্ত, বললেন ‘আমি নিজেকে এই জায়গায় দেখার কথা কল্পনাও করতে পারব না’