বড় ধা.ক্কা, প্রেক্ষাগৃহ থেকে সরছে ‘আদিপুরুষ’! 

0
1

অনেকেই ভেবেছিলেন বলিউডি ‘পাঠান’কে (Pathan) টেক্কা দেবে প্রভাস- কৃতির ‘আদিপুরুষ'(Adipurush)। শুরুতে সেইরকম আশা জাগলেও একসপ্তাহ পরে ১৮০ ডিগ্রি ঘুরে গেল অবস্থান। টিজার থেকে ট্রেলারে তৈরি হওয়া বিতর্কের ফায়দা তুলতে ব্যর্থ এই ছবি। মুক্তির পর প্রথম দুদিনেই যে হারে ছবির সমালোচনা আর নেগেটিভ রিভিউ (Negetive Review) ছড়িয়ে পড়ে সর্বত্র, তার প্রভাব দেখা যায় তৃতীয় দিনের ব্যবসা থেকেই। আর এক সপ্তাহ পরে রেজাল্ট বলছে, অধিকাংশ সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ‘ আদিপুরুষ’কে (Adipurush)।

রামায়ণ নিয়ে ছেলেখেলা? নির্মাতারা ছবি বাঁচানোর স্বার্থে নানা যুক্তি তৈরি করলেও প্রভাস (Prabhash) ও কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত ওম রাউত (Om Raut) পরিচালিত এই ছবি থেকে মুখ ফেরালেন দর্শক। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির অধিকাংশ দৃশ্য নিয়েই বিতর্ক এখনও তুঙ্গে। ইতিমধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। সিনেমা নিয়ে একাধিক মামলাও হয়েছে। একসঙ্গে অনেক ভাষায় ছবি মুক্তিও সাফল্যকে ঘরে টানতে পারল না। প্রথম রবিবার ১০০ কোটি থেকে ৬৪ কোটিতে নেমে আসে আয়। একাধিক প্রেক্ষাগৃহে দর্শক আসন অধিকাংশই ফাঁকা থাকছে। হল মালিকরা বলছেন ১০-২০ বা খুব বেশি হলে ৫০ টা টিকিট বিক্রি হচ্ছে, যা দিয়ে শো চালানো অসম্ভব। ফলে ছবি বড়সড় ক্ষতির মুখ দেখবে বলেই অনুমান সিনে বিশেষজ্ঞদের (Cine Experts)।