বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবত! আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি

0
2

বর্ষা প্রবেশ করতেই বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবত। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:আচমকা মস্কো অভিযান স্থগিত ওয়াগনার বাহিনীর, কেন এই সিদ্ধান্ত?

রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেজুড়ে বৃষ্টি হবে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও ভারী বৃষ্টি চলবে। ফলত পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে।