৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার! শিখ দোকানিকে গু*লি পাকিস্তানে

0
9

৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার! ফের শিখ দোকানির উপর হামলা চালালো দুষ্কৃতীরা। পাকিস্তানের পেশোয়ারে ওই দোকানিকে গুলি করে হত্যা করা হয়। দু’দিনের মাথায় এই নিয়ে দ্বিতীয়বার শিখ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন:প্রজ্ঞাদীপার দেহ কী করে উঁচুতে পৌঁছল,সুইসাইড নোটে কার কথা লিখেছিলেন তিনি ?
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মনমোহন সিংহ (৩২)। পেশোয়ারের রশিদগঢ়হী বাজারে মুদি দোকান চালাতেন মনমোহন। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী মনমোহনের পিছু নেয়। দোকান থেকে কিছুটা পথ যাওয়ার পর মনমোহনের পথ আটকায় দুষ্কৃতীরা। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিখ দোকানির।
পুলিশ আরও জানায়, পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন মনমোহন। বাড়িতে তাঁর স্ত্রী, এক সন্তান, বয়স্ক বাবা-মা, বোন এবং এক প্রতিবন্ধী বোন রয়েছে। শুক্রবারই ওই এলাকায় তারলোক সিংহ নামে এক শিখ দোকানিকেও গুলি করে হত্যা করার চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।


এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের শিখ সংগঠন ‘ইউনাইটেড শিখস’। সংখ্যালঘুদের উপর বারবার হামলার ঘটনার নিন্দা করেছে তারা। তবে এরপরও প্রশাসন কোনও রকম পদক্ষেপ করছে না, এমনকি তাদের নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ করেছে তারা। ‘ইউনাইটেড শিখস’ জানিয়েছে, পাক দূতাবাসের সঙ্গে এ বিষয়ে কথা বলবে তারা। সংখ্যালঘুদের কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও জানানো হবে দূতাবাসকে।